শনিবার, ২৩ মে, ২০২০

মানসী

ঘন কাল অমানিশার আলো
তোমা বিনে আর যে লাগেনা ভাল
এসে ধরা দাও বাহু বন্ধনে

পাপী তাপী নিঃস্ব ধরনী তল
তুমিই আমার একমাত্র সম্বল
ধন্য কর পুন্য কর অধর চুম্বনে

হুর পরী গেল মান সব
স্থান কর অন্তরে মম
তৃসাতুর বুক
বিলাও প্রেমের মদিরা
তুমি বিনা এ রাজ্যে আর
নাহি কোন ক্ষুদ্র অধিকার। 

ছিলিমপূরের ইতিহাস (2)

 ছিলিমপূরের ইতিহাস (মোঃ নূরুল ইসলাম মাষ্টারের পান্ডুলিপি থেকে নেওয়া) (২য় অংশ) ছিলিমপুরের ছোট তরফের কাছারি বাড়ি ছোট হলেও এর নায়েব গোমস্তারা...