শনিবার, ২৩ মে, ২০২০

মুক্তি শপথ

বিদ্রোহ করে মন
সাথে নিয়ে জনগন
ছিড়ে ফেনিল ওর বুক
শীতল করি তাপিত প্রাণ
সব দুঃখ হোক ¤øান
ধরনীতে শান্তি আসুক।

সরল নিরীহ মানুষ
পুড়ে যেন ঘুটে তুষ
প্রতিবাদ হীন
এমন ভাবে পলে পলে
শোষনের যাতাকলে
পিষ্ট  হবে কতদিন ?

ওরা তো নিঃস্ব বোবা
দুর্বল হাবা গোবা
কোথা তার মুক্তি
প্রতিরোধ গড়ার বল
সব গেছে রনা ভুল
বাহুতে ক্ষীন শক্তি।

ওরা শুধু মনে করে
জন্ম যেন মরার তরে
নয় যেন অন্য কোন কিছু
যেদিন আসবে মরন
নির্দিধায় করবে বরন
কেহ আগে কেহ পিছু।

শোন বলি ওরে নিঃস্ব
তোদের তরেও নিখিল
ওরা তো ড্রেনের ময়লা
ওদের মন মসিলিপ্ত
বাঁধ পেলে হয় ক্ষিপ্ত
ওরা তো ভাগাড়ের কয়লা।

মার গুর্জ ফেল ভেঙ্গে
ভাগ্য সূর্য উঠুক রেঙ্গে
শপথ এই কর
আসে যদি আসুক মরন
হাসি মুখে করব বরন
ভাগ্য সূর্য আসিবে সত্বর।

ওরে মূর্খ ওরে মূঢ়
মুক্তি মন্ত্র রহস্য গৃঢ়
সবই তোদের হাতে
ফুটুক এটম বোমা
ধেয়ে আসুক মৃত্যু যম
বাঁচার তরে মর
এই পথেই তোরা ফির
সফলতা পেয়েছে বীর
তোরা নহ ক্ষুদ্রতর। 

ছিলিমপূরের ইতিহাস (2)

 ছিলিমপূরের ইতিহাস (মোঃ নূরুল ইসলাম মাষ্টারের পান্ডুলিপি থেকে নেওয়া) (২য় অংশ) ছিলিমপুরের ছোট তরফের কাছারি বাড়ি ছোট হলেও এর নায়েব গোমস্তারা...