হুকুম দিল নেতা
জড় কর খেতা
লাগিয়ে আগুন
মন্ত্রি খাবে ভর্তা
পোড়া দাও বাগুন।
হুকুম দেওয়ার আগে
সবাই কাজে লাগে
কেড়ে আনল গরিবের
শীতের সম্বল খেতা
হুকুম দিল নেতা।
এই যদি হয় বেপার
গরিব লোক দেখার
কাজটি নয় একার।
জড় কর খেতা
লাগিয়ে আগুন
মন্ত্রি খাবে ভর্তা
পোড়া দাও বাগুন।
হুকুম দেওয়ার আগে
সবাই কাজে লাগে
কেড়ে আনল গরিবের
শীতের সম্বল খেতা
হুকুম দিল নেতা।
এই যদি হয় বেপার
গরিব লোক দেখার
কাজটি নয় একার।