রবিবার, ২৪ মে, ২০২০

ঢুক ঘরে

আর কতকাল 
দিবি ফাঁকি 
দিন তোর শেষ 
এই দুনিয়া মিছা আশা 
চলনা আপন দেশ। 

খাইল পড়লি 
দেখলি শুনলি 
আর কি তুই চাস 
ইটের ঘরে 
থাকলি রইলি 
মাটির ঘরে বাস। 

যাদের তুই 
ভাবলি আপন 
তারাই হল পর 
কি ভাবে তোর মরন হবে 
সেই চিন্তা কর। 

হাত তো খালি দেখি 
কেমনে যাবি পাড়ে 
কড়ি ছাড়া নেয়না মাঝি 
কানবি নদীর ধারে। 
যেজন তোরে নিব পাড়ে 
তাইরে বাধ্য কর 
আয়ু বেলা ডুবে এলো
ঢুকনা আপন ঘর। 

ছিলিমপূরের ইতিহাস (2)

 ছিলিমপূরের ইতিহাস (মোঃ নূরুল ইসলাম মাষ্টারের পান্ডুলিপি থেকে নেওয়া) (২য় অংশ) ছিলিমপুরের ছোট তরফের কাছারি বাড়ি ছোট হলেও এর নায়েব গোমস্তারা...