মেয়ে বলে বাবা
তুমি বড় হাবা
তুমি কি যে লেখ
বাইরে গিয়ে দেখ
লোকে কি বলে
ফেলে দাও জলে
কাজ নাই যার
আর যে বেকার
কি যে লেখে ছাতা
ও গুলে কি কবিতা
কাল দোকানে বসে
কাজ করবে কষে
দরকার নাই লেখা
ও গুলো হয়েছে দেখা
খোকার ছেলে বোকা নয় তাই কিনলো লাটিম, লত্তি পাকে ঘুরিয়ে দেখে ধরেছে তাতে শব্দ ঝিম। লাল সাদা একাকার ঘুরে যেন সাদা ডিম, শব্দ উঠে রিম ঝিম রিম ঝি...