নির্বাচনের
বইলো হাওয়া
বাকি আছে
এক বছর
টাউটেরা
মোছ তাওয়ায়
ঝারা মারে
গাও গতর
নানা ছলে
নানা দলে
ভিড়ে করবে
টাকার চাষ
সেই মানষে
গ্রাম শহরে
ঘন ঘন
দিচ্ছে কাশ
মনে হয়
ঈদ আইছে
ধোয়া মোছার
অভাব নাই
এবার বুঝি
হইব খাড়া
দেশ দরদী
গুনের ভাই।