বাঘ করল রাগ
সিংহ করল গোসা
বনের পশু প্রজাকুল
তাদের মরন দশা
বাঘ বলে আমি রাজা
ভোট দিছে সবে
আমার হুকুম থাকবে বহাল
মানতে সবার হবে।
সিংহ বলে আমার বাবা
ছিল রাজা তুই বেটা কেরে ?
গদি ছাড় রাজাকার
নইলে নেব কেড়ে।
বাঘ বলে এসো গোঘ
সংসদে যাই চলে
সবাই শুনবে সবাই মানবে
ওখানে যাই বলে।
গোঘ বলে গুল্লি মারি সংসদ
কথা দিতে হবে
আমার কথায় নির্বাচনী
কেয়ার টেকার হবে।
একবার তুই একবার আমি
এই হোক এক চুক্তি
পরামর্শে করব কাম
আসবে দুয়ের মুক্তি।
বিরোধী দলের তরবারি
সরকারি দলের ঢাল
মার ফিরাও চালাও চলুক
বছর পাঁচেক কাল।