বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৩

BANGLA

রচিব কবিতা
লিখব গান
আঁকিব ছবি
হাসিবে প্রান ৷

বাংলার আলো
বাংলার বায়ু
বাড়িয়ে দেয়
আমারে আয়ু ৷ 

বাংলার নদী
বাংলার পানি
মানের মনে
সুখ দেয় আনি ৷

আমি বাংলার
বাংলা আমার
জড়িয়ে আছি
এটাই অহংকার ৷

বাংলার সুরুজ
বাংলার চাঁদ
এটাই হোক
আমার আহলাদ ৷

বাংলার সাগর
বাংলার পাহাড়

ছিলিমপূরের ইতিহাস (2)

 ছিলিমপূরের ইতিহাস (মোঃ নূরুল ইসলাম মাষ্টারের পান্ডুলিপি থেকে নেওয়া) (২য় অংশ) ছিলিমপুরের ছোট তরফের কাছারি বাড়ি ছোট হলেও এর নায়েব গোমস্তারা...