চলার নিয়ম
০৫/০৭/০৫
রাজ পথে চলতে গেলে
একপাশ বেছে নাও
চোখ কান খোলা রেখে
আপন মনে হেঁটে যাও ৷
পথ পাড় হতে চাইলে
জেব্রা সাদা পাড়ি দাও
ডানে বামে দেখে নিয়ে
তারপর এগিয়ে যাও ৷
ব্যাতিক্রম হলে পরে
বিপদ তোমার হবেই হবে
বোকার হদ্দ গন্ড মূর্খ
লোকে মুখে কবেই কবে ৷
রাস্তা ঘাটে চলতে গেলে
নিয়ম কানুন জানতে হয়
খেয়াল রেখে হেটে গেলে
আপদ বিপদ দূরে রয় ৷
০৫/০৭/০৫
রাজ পথে চলতে গেলে
একপাশ বেছে নাও
চোখ কান খোলা রেখে
আপন মনে হেঁটে যাও ৷
পথ পাড় হতে চাইলে
জেব্রা সাদা পাড়ি দাও
ডানে বামে দেখে নিয়ে
তারপর এগিয়ে যাও ৷
ব্যাতিক্রম হলে পরে
বিপদ তোমার হবেই হবে
বোকার হদ্দ গন্ড মূর্খ
লোকে মুখে কবেই কবে ৷
রাস্তা ঘাটে চলতে গেলে
নিয়ম কানুন জানতে হয়
খেয়াল রেখে হেটে গেলে
আপদ বিপদ দূরে রয় ৷