রবিবার, ১৭ নভেম্বর, ২০১৩

রেফারি

রেফারি 

মাঠের মাঝে বল খেলে
ছোট খোকার দল
এদিক ওদিক গোল যায়
করে কোলাহল৷
খুদে এক রেফারি তার
হাতে নিয়ে বাঁশি
ৰনে ফুঁকে ৰনে বকে
ৰনে মুখে হাসি
বেলা শেষ খেলা শেষ
ফুঁকে বাঁশারি
সবার মাঝে মিশে গেল
ৰুদে রেফারি৷

লাটিম

 খোকার ছেলে বোকা নয় তাই কিনলো লাটিম, লত্তি পাকে ঘুরিয়ে দেখে ধরেছে তাতে শব্দ ঝিম। লাল সাদা একাকার ঘুরে যেন সাদা ডিম, শব্দ উঠে  রিম ঝিম রিম ঝি...