রবিবার, ১৭ নভেম্বর, ২০১৩

ময়না

ছড়া 

ময়না 

আমার ছিল ময়না পাখি
আদর দিতাম খাঁচায় রাখি
একদিন আমায় দিল ফাঁকি
উড়ে গেল খাঁচা রাখি
এমন তর নিঠুর পাখি
এ দুনিয়ায় পুষে নাকি৷

লাটিম

 খোকার ছেলে বোকা নয় তাই কিনলো লাটিম, লত্তি পাকে ঘুরিয়ে দেখে ধরেছে তাতে শব্দ ঝিম। লাল সাদা একাকার ঘুরে যেন সাদা ডিম, শব্দ উঠে  রিম ঝিম রিম ঝি...