শনিবার, ২৩ মে, ২০২০

বাসনা

পড়লাম মারা
সর্বহারা
কোথায় এখন যাই
কে দেবে মোরে ঠাঁই ?
স্ত্রী পুত্র ফেলে দিল 
তুই কি তাই দিবি
যেতে চাই জান্নাতে বাস
তাই কি তুই নিবি ?
ঘুমের ঘোরে প্রানটা নিস
আর না যেন জাগি
সদাই কান্দি তোর দুয়ারে
এই বাসনা লাগি। 

লাটিম

 খোকার ছেলে বোকা নয় তাই কিনলো লাটিম, লত্তি পাকে ঘুরিয়ে দেখে ধরেছে তাতে শব্দ ঝিম। লাল সাদা একাকার ঘুরে যেন সাদা ডিম, শব্দ উঠে  রিম ঝিম রিম ঝি...