মঙ্গলবার, ১৯ মে, ২০২০

কোভিড ২০

আঁধার ফেলে জাল
চারদিক নিকষ কাল
এখানে ওখানে বিক্ষিপ্ত রাজ্যে
হারানোর মেলা বসে গেছে
কেউ কাউকে চিনবার উপায় নেই
তবু মনে হয় এটাই বাস্তব
আাঁধারের রূপ
রূপসীর গায়ের রং
ছন্দ বন্ধ হয়ে গেছে
উপায় নেই সামনে এগুবার
রাত চোরা পাখি ডাকে
দূর বাঁশ বাগানে
ঘোমটা দেওয়া বাতায়নে
সহসা শেয়াল
মাতাল বাউলের দল
চিৎকার করে উঠে
থেমে যায়। কিন্তু ঝিঁঝিঁ পোকা
একটানা সুরে গাইছে তো গাইছেই
বহু দূরে মেলার ঘাটের শোরগোল
জেগে আছি ক্ষীন অতি ক্ষীন হয়ে। 

লাটিম

 খোকার ছেলে বোকা নয় তাই কিনলো লাটিম, লত্তি পাকে ঘুরিয়ে দেখে ধরেছে তাতে শব্দ ঝিম। লাল সাদা একাকার ঘুরে যেন সাদা ডিম, শব্দ উঠে  রিম ঝিম রিম ঝি...