শনিবার, ২৫ জুলাই, ২০১৫

আষাড়ের বাদলা দিনে

এই রোদ এই বৃষ্টি লুকোচুরি খেলা
       চেয়ে চেয়ে কেটে যায় সারাটি বেলা
এই ভাঙ্গল এই গড়ল মেঘের পাহাড়
       বাতাসে হাল ধরে ইঞ্জিন তাহার
ভিন দেশ পাড়ি দিয়ে এলো এই আকাশে
       এই এলো অই যায় ঠেলে নেয় বাতাসে
সাগর উড়ায় মেঘ নীলিমার গায়
       পাড়ি দিয়ে চলে যাবে কোন অজানায় ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

লাটিম

 খোকার ছেলে বোকা নয় তাই কিনলো লাটিম, লত্তি পাকে ঘুরিয়ে দেখে ধরেছে তাতে শব্দ ঝিম। লাল সাদা একাকার ঘুরে যেন সাদা ডিম, শব্দ উঠে  রিম ঝিম রিম ঝি...