শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৩

প্রতীক্ষা

   প্রতীক্ষা
২০/০৬/০৫

খা খা রোদ্দুর
দুপুড়ের ছায়া মিষ্টি
ইঁদারা শত বছর হবে
ঝোপের ধারে পড়ে আছে
কত জনের পিপাশা
মিটিয়ে আজ বুড়ো
দরকার নেই
তাই আসেনা কেউ
যারা আসতো তারা নেই
নতুন প্রজন্ম চেনেনা
ব্যবহার না
প্রয়োজন নেই
আমি এলেই তার জবান খুলে যায়
কোমল পানি তুলে
গোছল করে চলে যেত
ইনছান প্রায়ই দেখত
একদা ইঁদারার পাশে চোখা চোখি
কোথায় যে তারা হারিয়ে গেল
আজও আসেনি
হয়ত আসবে
হয়ত আসবে না৷

লাটিম

 খোকার ছেলে বোকা নয় তাই কিনলো লাটিম, লত্তি পাকে ঘুরিয়ে দেখে ধরেছে তাতে শব্দ ঝিম। লাল সাদা একাকার ঘুরে যেন সাদা ডিম, শব্দ উঠে  রিম ঝিম রিম ঝি...