দিন ছিল ক্ষন ছিল
ঐ বেলা ডুপে
কাল নাশি হাসি ছিল
উঠে ছিল পূর্বে
শোন মন
চল এখন
সাজ সাদা বেশে
সব ছাড়ি
তাড়াতাড়ি
চল আপন দেশে ৷
ঐ বেলা ডুপে
কাল নাশি হাসি ছিল
উঠে ছিল পূর্বে
শোন মন
চল এখন
সাজ সাদা বেশে
সব ছাড়ি
তাড়াতাড়ি
চল আপন দেশে ৷
খোকার ছেলে বোকা নয় তাই কিনলো লাটিম, লত্তি পাকে ঘুরিয়ে দেখে ধরেছে তাতে শব্দ ঝিম। লাল সাদা একাকার ঘুরে যেন সাদা ডিম, শব্দ উঠে রিম ঝিম রিম ঝি...