বুধবার, ২৭ নভেম্বর, ২০১৩

DHONCHA GAS

ধনচে গাছ
০৫/০১/০৩

ধনচে গাছে
             হলুদ ফুল
চিনতে কারো
            হয়না ভুল,
মাঝখানে তার
            কালে রেখা
দূর থেকে তাই
           যায় না দেখা৷
গুড়ো কিট
            শুড় দিয়ে
মধু খায়
           ভিতরে গিয়ে
দিঘল সবুজ
            শিম গুলি
সুবুজ চিকন
            মাথা বলি
দেখতে অতি
           মনো হর
হাওয়ায় দোলে
           দিন ভর৷

লাটিম

 খোকার ছেলে বোকা নয় তাই কিনলো লাটিম, লত্তি পাকে ঘুরিয়ে দেখে ধরেছে তাতে শব্দ ঝিম। লাল সাদা একাকার ঘুরে যেন সাদা ডিম, শব্দ উঠে  রিম ঝিম রিম ঝি...