রবিবার, ১৭ নভেম্বর, ২০১৩

বোশেখ

আল্লাহ তুই মেঘ দে
বৈশাখের দাবদাহে
তাপে আনে হাঁস পাশ
দাব দাহে প্রান যায়
ঘরে টেকা বড় দায়
দম আটকা নিশ্বাস৷

মাঠ ঘাট চক পাথার
ফেটে ফুটে চৌচির
কোথায় কোন সুখ নাই
সবাই যেন অস্থির৷

আকাশে মেঘ নেই
রোদ যেন অগি্ন
আয় দেয়া সুখ নিয়া
ডাকে বেটা ভগি্ন৷
শুকিয়েছে নদী নালা
পানি শুন্য খাল বিল
পাখ পাখালি পানি দেয়
কেঁদে মরে শঙ্খ চিল৷

দুপুড়ের মাঠ হতে
আগুনের হাওয়া বয়
 
আল্লাহ তুই মেঘ দে
টিনু বিনু কেঁদে কয়৷

বোশেখ তোমায় করি মানা
নিঃডর প্রানে ভয় দিও না
বোশেখ তোমায় করি মানা
বৃষ্টি দিও ঝড় দিও না

বোশেখ তুমি ভাল বেসো
শীতল বাতাস নিয়ে এসে
বোশেখ তুমি ভাল বেসো
বজ্র নয় বিজলী হেসো

বোশেখ তোমার হঠাত্‍ রাগে
আম ঝড়ে যায় গায়ের বাগে
বোশেখ তোমার হঠাত্‍ রাগে
শাত্মি সাহস সবই ভাগে

বোশেখ তোমার কাল মেঘ
তোমায় ডাকে কোলাভেক
বোশেখ তুমি কথা শোনো
গরম নাশো
শান্তি
আনো৷

লাটিম

 খোকার ছেলে বোকা নয় তাই কিনলো লাটিম, লত্তি পাকে ঘুরিয়ে দেখে ধরেছে তাতে শব্দ ঝিম। লাল সাদা একাকার ঘুরে যেন সাদা ডিম, শব্দ উঠে  রিম ঝিম রিম ঝি...