শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৩

বৃথা ক্ষেপণ


মোঃ নুরু ইসলাম মাস্টার



তুমি তো আকাশের বুকে
শুভ্র সমুজ্জ্বল এক টুকরো মেঘ
তোমার কাছে উন্মাদ পৃথিবী
সুমিষ্ট প্রেম ধারা
আশা করা যায়না
তবুও বেয়ারা বাতাস
বাতায়ন পাশে
দ্ধ নিশ্বাসে
থাকে প্রতীক্ষা
ভি ভান্ড করি প্রসারিত
যদি দয়া হয়
যদি মায়া হয়
এক বিন্দু প্রেম ধারা
করিও বরিষণ তৃষিত বুকে
জানি শুভ্র মেঘে বৃষ্টি হয় না
উষর রু প্রন্তরে
সেথায় জন্মায় ক্যাকটাস বাবলা বৃক্ষ
ফলবান খেঁজুর আঙ্গুর আপেল
আরও অনেক রসালো ফল
তুমি তো আকাশের বুকে
শুভ্র সমুজ্জ্বল এক চিলতে মেঘ
তোমার বুকে সুমিষ্ট বারি ধারা
আকাক্সখা বৃথা
কেননা ওখানে বৃষ্টি নেই এক ফোঁটা
শুধু চোখ ঝলসায়
দৃষ্টি বিভ্রম ঘটায়

লাটিম

 খোকার ছেলে বোকা নয় তাই কিনলো লাটিম, লত্তি পাকে ঘুরিয়ে দেখে ধরেছে তাতে শব্দ ঝিম। লাল সাদা একাকার ঘুরে যেন সাদা ডিম, শব্দ উঠে  রিম ঝিম রিম ঝি...