ধরেশ্বরী আজন্মের সাথী
এক সময় খেলায় ধুলায়
ডুবতাম মাছ ধরতাম ছিপ ফেলে
আর পালতুলে অচিনে হারিয়ে যেতাম উজান বাঁকে
নূরী বুড়ি সজনীদের গাঁয়ে
বা পাড়ে মামাদের বাড়ি
সেখানেও যাই কচিত্
এ পাড় ভাঙ্গে ও পাড় গড়ে
দিগন্ত বিস্তারী চড় পড়ে
কাঁশ লতা চিবুই মজা করে
ভাত শালিক তীরে গর্তে বাচ্চা দেয়
ধরতাম ছেড়ে দিতাম পাপ হবে বলে৷
ধর্ম জাল খড়া জাল দিয়ে
ইয়া বড় মাছ ধরে আনতাম
বর্ষায় ভয় পেতাম ওকে
চৈত্রে এপাড় ওপাড় সাঁতরাতাম
একদিন ডুবেই মরেছিলাম
গঙ্গা মাঝি তুলে এনছিল আমাকে
ঐ দিন নৌকা ডুবিতে দুজন মরেছিল
ভুলিনি আজও মনে আছে
সুখ দুঃখ হাসি কান্নার ইতিহাস
আমি আজও ভুলিনি
কিন্তু আজকাল বাড়ি গেলেও
ধলেশ্বরী ত্রী সীমানা মারাইনা
সে ধলেশ্বরী আজ আর নেই
চৈত্রে বিশাল বালু চর
মাছ নাই, গভীরতা নাই
নৌকা নাই, গঙ্গা কাকা নেই
নুড়ি বুড়ি সজনী লাপাত্তা
শুনেছি উজানে বাঁধ দিয়ে
রাজপুতনার থর মরুভুমিকে
সুজল সুফল্যা শষ্য শ্যামলা বাংলা বানাবে
তাই আর বাড়ি গেলেও ধলেশ্বরী যাই না
বিশুস্ক বিবর্ন হাডিসার দেহ আমাকে দুঃখ দেয়
এক সময় খেলায় ধুলায়
ডুবতাম মাছ ধরতাম ছিপ ফেলে
আর পালতুলে অচিনে হারিয়ে যেতাম উজান বাঁকে
নূরী বুড়ি সজনীদের গাঁয়ে
বা পাড়ে মামাদের বাড়ি
সেখানেও যাই কচিত্
এ পাড় ভাঙ্গে ও পাড় গড়ে
দিগন্ত বিস্তারী চড় পড়ে
কাঁশ লতা চিবুই মজা করে
ভাত শালিক তীরে গর্তে বাচ্চা দেয়
ধরতাম ছেড়ে দিতাম পাপ হবে বলে৷
ধর্ম জাল খড়া জাল দিয়ে
ইয়া বড় মাছ ধরে আনতাম
বর্ষায় ভয় পেতাম ওকে
চৈত্রে এপাড় ওপাড় সাঁতরাতাম
একদিন ডুবেই মরেছিলাম
গঙ্গা মাঝি তুলে এনছিল আমাকে
ঐ দিন নৌকা ডুবিতে দুজন মরেছিল
ভুলিনি আজও মনে আছে
সুখ দুঃখ হাসি কান্নার ইতিহাস
আমি আজও ভুলিনি
কিন্তু আজকাল বাড়ি গেলেও
ধলেশ্বরী ত্রী সীমানা মারাইনা
সে ধলেশ্বরী আজ আর নেই
চৈত্রে বিশাল বালু চর
মাছ নাই, গভীরতা নাই
নৌকা নাই, গঙ্গা কাকা নেই
নুড়ি বুড়ি সজনী লাপাত্তা
শুনেছি উজানে বাঁধ দিয়ে
রাজপুতনার থর মরুভুমিকে
সুজল সুফল্যা শষ্য শ্যামলা বাংলা বানাবে
তাই আর বাড়ি গেলেও ধলেশ্বরী যাই না
বিশুস্ক বিবর্ন হাডিসার দেহ আমাকে দুঃখ দেয়