শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৩

স্বাধীনতার পার্শ প্রতিক্রিয়া



মোঃ নূর ইসলাম মাষ্টার

তোমার আহবানে আমার নীরল প্রাণে ঢেউ খেলে যায়
শুস্ক মরগাঙ্গে বান ডাকে
মরময় প্রাš—রে শ্রাবনের ধারা ঝরে অবিরাম
আমাকে সরেস করে কুঞ্জ বিথিকায়
তোমার অধিষ্ঠান তুষ্টি পানে ধন্য হই
তোমার কি সম্মোহনী শক্তি আছে
তুমি কি জাদু জানো
বা¯—বে তাইতো মনে হয়
আমাকে রণ রঙ্গিণী সাজে সাজাও
অতন্ত্র প্রহরী রূপে অরিন্দম পোষাকে
হাতে দাও জাদুর কাঠি শত্রনিধনে
তখন দিক চক্রবালে ¯িত্ব আমার
দূর হয়ে যায় কাপুরষতা ভীরতা
হৃদয়ে পাই অমিত তেজ হয়ে যাই বীরবাহু
কন্ঠে জাগে বজ্র ধ্বনী ভ্রমান্ড কাঁপানো
এলে যখন যেতে কি পারো ¯^চ্ছায়
তিষ্ট অনাদি অনš—কাল তাই কামনা আমার
জান প্রাণ সব দেব, দেব সর্ব সুখ শুধু তোমার জন্যে
তুমি আমার আঁধার ঘরের মানিক
তুমি আমার শ্যামল সুন্দর জান্নাত
বিনিময় নহে কিছু কামনীয় আমার

লাটিম

 খোকার ছেলে বোকা নয় তাই কিনলো লাটিম, লত্তি পাকে ঘুরিয়ে দেখে ধরেছে তাতে শব্দ ঝিম। লাল সাদা একাকার ঘুরে যেন সাদা ডিম, শব্দ উঠে  রিম ঝিম রিম ঝি...