শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৩

হাম রাজা

হাম রাজা
২৮/০৫/২০০১

হাম রাজা তোম রাজা
রাজা সর্বক্ষন
রাজার হালে রাজ দরবার
চলে সর্বক্ষন

পরের ধন চুরি করে
ধনের পাহাড় গড়ি
পরের ঘাড়ে পাড়া দিয়া
গাড়ি ঘোরায় চড়ি

শোন ভাই বলে যাই
শোন মন দিয়া
যাবার বেলা যেতে হবে
খলি হাত নিয়া ৷

ছিলিমপূরের ইতিহাস (2)

 ছিলিমপূরের ইতিহাস (মোঃ নূরুল ইসলাম মাষ্টারের পান্ডুলিপি থেকে নেওয়া) (২য় অংশ) ছিলিমপুরের ছোট তরফের কাছারি বাড়ি ছোট হলেও এর নায়েব গোমস্তারা...