বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৩

BANGLA

রচিব কবিতা
লিখব গান
আঁকিব ছবি
হাসিবে প্রান ৷

বাংলার আলো
বাংলার বায়ু
বাড়িয়ে দেয়
আমারে আয়ু ৷ 

বাংলার নদী
বাংলার পানি
মানের মনে
সুখ দেয় আনি ৷

আমি বাংলার
বাংলা আমার
জড়িয়ে আছি
এটাই অহংকার ৷

বাংলার সুরুজ
বাংলার চাঁদ
এটাই হোক
আমার আহলাদ ৷

বাংলার সাগর
বাংলার পাহাড়

লাটিম

 খোকার ছেলে বোকা নয় তাই কিনলো লাটিম, লত্তি পাকে ঘুরিয়ে দেখে ধরেছে তাতে শব্দ ঝিম। লাল সাদা একাকার ঘুরে যেন সাদা ডিম, শব্দ উঠে  রিম ঝিম রিম ঝি...