মোঃ নুরুল ইসলাম মাস্টার
তুমি তো আকাশের বুকে
শুভ্র সমুজ্জ্বল এক টুকরো মেঘ
তোমার কাছে উন্মাদ পৃথিবী
সুমিষ্ট প্রেম ধারা
আশা করা যায়না
তবুও বেয়ারা বাতাস
বাতায়ন পাশে
র“দ্ধ নিশ্বাসে
থাকে প্রতীক্ষায়
ভি¶া ভান্ড করি প্রসারিত
যদি দয়া হয়
যদি মায়া হয়
এক বিন্দু প্রেম ধারা
করিও বরিষণ এ তৃষিত বুকে
জানি শুভ্র মেঘে বৃষ্টি হয় না
উষর মরু প্রন্তরে
সেথায় জন্মায় ক্যাকটাস বাবলা বৃক্ষ
ফলবান খেঁজুর আঙ্গুর আপেল
আরও অনেক রসালো ফল
তুমি তো আকাশের বুকে
শুভ্র সমুজ্জ্বল এক চিলতে মেঘ
তোমার বুকে সুমিষ্ট বারি ধারা
আকাক্সখা বৃথা
কেননা ওখানে বৃষ্টি নেই এক ফোঁটা
শুধু চোখ ঝলসায়
দৃষ্টি বিভ্রম ঘটায়।
শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৩
বৃথা ক্ষেপণ
ছিলিমপূরের ইতিহাস (2)
ছিলিমপূরের ইতিহাস (মোঃ নূরুল ইসলাম মাষ্টারের পান্ডুলিপি থেকে নেওয়া) (২য় অংশ) ছিলিমপুরের ছোট তরফের কাছারি বাড়ি ছোট হলেও এর নায়েব গোমস্তারা...
-
বঙ্গরত্ন শামছুল হক আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সম্পাদক ও মহান ভাষা আন্দোলনের রূপকার সম্পাদক মোঃ নূরুল ইসলাম মাষ্টার রূপসী প্রকাশনী, পুরা...
-
উৎসর্গ শামছুল হকের ধন্য কন্যাদ্বয় শাহীন ও শয়িকা শামছুল হক - বিস্মরনের অপর নাম সম্পাদনায় - নূরুল ইসলাম মাষ্টার ...