মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬

পেতনী (শিশু ছড়া)

শেওড়া গাছে হুতোম পেঁচা
ওটাই কুনো পেতনী
বড় ভুতের মেঝ মেয়ে
সেজ ভুতের নাতনী
পিটিস্ পিটিস্ চেয়ে থাকে
দেও দানবের বংশ
দিনে সাজে বনের পাখি
রাতের বেলা হংস
সাঁঝে ডাকে নাকি সুরে
ভোরে ডাকে চেউ
মওকা পেলে ঘাড় মটকায়
টের পায়না কেউ
দাদার আছে গাদা বন্দুক
তাক করে ছাড়ব
এক গোলায় ঐ পেতনী
একেবারে মারব ৷

লাটিম

 খোকার ছেলে বোকা নয় তাই কিনলো লাটিম, লত্তি পাকে ঘুরিয়ে দেখে ধরেছে তাতে শব্দ ঝিম। লাল সাদা একাকার ঘুরে যেন সাদা ডিম, শব্দ উঠে  রিম ঝিম রিম ঝি...