রবিবার, ৮ নভেম্বর, ২০১৫

হে কবিতা !

হে কবিতা! তুমি কেন এত দুর্বোদ্ধ
হতে পা না কি সহজ বোদ্ধ
কবিতা হেসে বলে
পড়েছি তোমার যাতাকলে
তোমার এখন যে যত অপ্রচলিত শব্দ
ব্যবহার করে পাঠকে করতে পারে জব্দ
ভাব ভাষা কঠিন কঠোর
আমার স্ফীত কর জঠোর
সেই সার্থক কবি৷ স্বার্থক তার কবিতা
আমি তো মনে করি ওটাই তিতা ৷

লাটিম

 খোকার ছেলে বোকা নয় তাই কিনলো লাটিম, লত্তি পাকে ঘুরিয়ে দেখে ধরেছে তাতে শব্দ ঝিম। লাল সাদা একাকার ঘুরে যেন সাদা ডিম, শব্দ উঠে  রিম ঝিম রিম ঝি...