সোমবার, ৩১ আগস্ট, ২০১৫

একুশে

গেল একুশের পাদদেশে
কি এক বেদনার আবেশে
ভরে উঠে মন
বায়ান্নতে হারালাম ভাই
একাত্তরে মা বোন সবাই
একলা এখন
আমার মত অনেকে
মা বোন ভাইকে
হারিয়েছে বায়ান্ন উনসত্তর হতে একাত্তরে

লাটিম

 খোকার ছেলে বোকা নয় তাই কিনলো লাটিম, লত্তি পাকে ঘুরিয়ে দেখে ধরেছে তাতে শব্দ ঝিম। লাল সাদা একাকার ঘুরে যেন সাদা ডিম, শব্দ উঠে  রিম ঝিম রিম ঝি...