শুক্রবার, ২৪ জুলাই, ২০১৫

বিশ্ময় বিচিত্রিা

চালাকে কাঠাল খায়
বব্বরে মুখে আঠা
ফজা খাইল আসল দই
বব্বরে খায় মাঠা
গিরস্থে গরম্ন পালে
চোরে পাকায় দড়ি
জহুরি জহর চিনে
মাঝি চেনে কড়ি
মাষ্টারে ছাত্র চিনে
গরম্ন চিনে শিষ্য
কে হবে ধনের ধনী
কে হবে নিঃস্ব
ভাল লোকে ভাল চিনে
মন্দ লোকে মন্দ
ঝগড়াটে ঝগড়া চায়
সদা বাজায় দ্বন্ধ
ভাড়ে ভাড় টানে
পাতলা উড়ে বাতাসে
ভাবুকে অবাক হয়
ভেবে মরে হুতাশে ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

লাটিম

 খোকার ছেলে বোকা নয় তাই কিনলো লাটিম, লত্তি পাকে ঘুরিয়ে দেখে ধরেছে তাতে শব্দ ঝিম। লাল সাদা একাকার ঘুরে যেন সাদা ডিম, শব্দ উঠে  রিম ঝিম রিম ঝি...