শুক্রবার, ২৪ জুলাই, ২০১৫

নৈসর্গিক জগত্‍


প্রদোষ ফেলিল ছায়া অবনী পরে
     সবাই ফিরিল ঘরে
দিবসের ব্যসত্মতার হল অবসান
     বহে শানত্মির কলগান
বন পৰী খুঁজে নেয় সাপদহীন নীড়
     জ্ঞাতি গোষ্টি সদলের ভীড়
সব হল একাকার চিনিতে নারে
     নিবিড় করে আপনারে
নৰত্ররাজি আকাশের গায়
     হাসে আলোক ছটায়
সুপ্তি আচঁল পাতি অঙ্ক মাঝে
     সীমাহীন প্রশানত্ম বিরাজে
ঝিলিস্নর একটানা সুর কর্ন কুহর ধন্য
     নিকষ কালের জন্য
ধীর অতি ধীর থামে চঞ্চলতা তাবত্‍
     এ যেন নৈসগিক জগত্‍ ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

লাটিম

 খোকার ছেলে বোকা নয় তাই কিনলো লাটিম, লত্তি পাকে ঘুরিয়ে দেখে ধরেছে তাতে শব্দ ঝিম। লাল সাদা একাকার ঘুরে যেন সাদা ডিম, শব্দ উঠে  রিম ঝিম রিম ঝি...