মঙ্গলবার, ১৭ জুন, ২০১৪

উপায়

হায় হায় করি কি উপায়
জামা নাই জুতা নাই
অনত্মত পরিধেও বস্ত্র চাই৷
শত ছিন্ন অতি প্রাচীন
কেমনে দাঁড়াব অধীন
লজ্জায় মাথা কাটা যায়
হায় হায় করি কি উপায় ?
ভদ্র লোকের সনত্মান বলে
মান যাবে ছোট হলে
হাতেও নাই টাকা কড়ি
যাই কোথায় কারে ধরি
মাথা খানা কেবল ঘুরে
হায় হায় করি কি উপায় ?

লাটিম

 খোকার ছেলে বোকা নয় তাই কিনলো লাটিম, লত্তি পাকে ঘুরিয়ে দেখে ধরেছে তাতে শব্দ ঝিম। লাল সাদা একাকার ঘুরে যেন সাদা ডিম, শব্দ উঠে  রিম ঝিম রিম ঝি...