শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৩

BABUE PAKHE


বাবুই পাখি
মোঃ নূরুল ইসরাম মাষ্টার
 
তাল গাছের উচা ডালে
বাবুই পাখির বাসা
সুই নাই সুতা নাই
গড়ছে নীড় খাসা
পাখা নাড়ে গান করে
ছোট পাখির দল
ওরাই বলে ওরাই শুনে
মধুর কোলাহল
রোদে পোড়ে দেয়ায় ভিজে
ঝড়ে দোল খায়
তবুও ওরা পড়ে থাকে তালের শাখায়
ঝাকে ওড়ে ঝাকে বসে
ঝাকে আধার খায়
বাসার গায়ে বসে বসে
চৌদিকে তাকায়।

লাটিম

 খোকার ছেলে বোকা নয় তাই কিনলো লাটিম, লত্তি পাকে ঘুরিয়ে দেখে ধরেছে তাতে শব্দ ঝিম। লাল সাদা একাকার ঘুরে যেন সাদা ডিম, শব্দ উঠে  রিম ঝিম রিম ঝি...