নূরু মাস্টার ট্রাষ্ট
আর্ত মানবতার সেবায় নিয়োজিত গ্রামীন জনপদের সার্বিক উন্নয়নে নূরু মাষ্টার ট্রাস্ট
স্থাপিত হয় ১৯৯৯ খ্রিঃ। এটি একটি সমাজ কল্যাণমূলক সংগঠন। দেশজ চেতনায় উদ্ভদ্ধ একজন বিপ্লবী মানুষের দৃষ্টিভঙ্গি অনুকরনে এটি গঠিত হয়। গ্রামের দরিদ্র জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে কর্মকান্ড পরিচালিত হয়।
পি- প্রাইমারি স্কুল
গ্রামের অশিক্ষিত গরিব মানুষের সন্তানকে হাতেখড়ি দেবার দায়িত্ব আমাদের। আমরা তাদের এভাবে শিক্ষাদান করে থাকি যাতে ভবিষতে ঔ শিশু আর স্কুলে না গেলেও নুন্যতন জীবন পরিচালনার জন্য যেটুকু দরকার তা থেকে সে যেন বঞ্চিত না হয়। বাংলা রিডিং পড়া, অঙ্ক,স্বাক্ষরতা, ছবি আঁকা ইত্যাদি।
বৃক্ষরোপন কর্মসূচী
বৎসরে বৃষ্টির ২ মাস এই কার্যক্রম পরিচালিত হয়। সারা গ্রামের অকৃষি জমিগুলোকে ফুলে ফলে ভরিয়ে তোলাই মূল কাজ। বিভিন্ন ভাল জাতের চারা উৎপাদন, বিতরণ, পতিত জায়গায় বৃক্ষ রোপন, বেড়া দিয়ে গাছ রক্ষা করা, ইত্যাদি।
রাস্তা সংরক্ষন
গ্রামের মানুষের চলাচলের পথকে সুগম করাই মূখ্য উদ্দেশ্য। গ্রামের কাঁচা রাস্তা অতি বৃষ্টির ঢলে ভেঙ্গে যায়, মেরামতের অভাবে যানবাহন চলাচল করতে পারে না। এগুলো মেরামত ও সংরক্ষন বৎসরব্যাপী চলমান কার্যক্রম।
গোরস্থান পরিস্কার করা
সাঁতার প্রশিক্ষন
বক্সিং প্রশিক্ষন
নূরু মাস্টার ট্রাষ্ট
আর্ত মানবতার সেবায় নিয়োজিত গ্রামীন জনপদের সার্বিক উন্নয়নে নূরু মাষ্টার ট্রাস্ট
স্থাপিত হয় ১৯৯৯ খ্রিঃ। এটি একটি সমাজ কল্যাণমূলক সংগঠন। দেশজ চেতনায় উদ্ভদ্ধ একজন বিপ্লবী মানুষের দৃষ্টিভঙ্গি অনুকরনে এটি গঠিত হয়। গ্রামের দরিদ্র জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে কর্মকান্ড পরিচালিত হয়।
পি- প্রাইমারি স্কুল
গ্রামের অশিক্ষিত গরিব মানুষের সন্তানকে হাতেখড়ি দেবার দায়িত্ব আমাদের। আমরা তাদের এভাবে শিক্ষাদান করে থাকি যাতে ভবিষতে ঔ শিশু আর স্কুলে না গেলেও নুন্যতন জীবন পরিচালনার জন্য যেটুকু দরকার তা থেকে সে যেন বঞ্চিত না হয়। বাংলা রিডিং পড়া, অঙ্ক,স্বাক্ষরতা, ছবি আঁকা ইত্যাদি।
বৃক্ষরোপন কর্মসূচী
বৎসরে বৃষ্টির ২ মাস এই কার্যক্রম পরিচালিত হয়। সারা গ্রামের অকৃষি জমিগুলোকে ফুলে ফলে ভরিয়ে তোলাই মূল কাজ। বিভিন্ন ভাল জাতের চারা উৎপাদন, বিতরণ, পতিত জায়গায় বৃক্ষ রোপন, বেড়া দিয়ে গাছ রক্ষা করা, ইত্যাদি।
রাস্তা সংরক্ষন
গ্রামের মানুষের চলাচলের পথকে সুগম করাই মূখ্য উদ্দেশ্য। গ্রামের কাঁচা রাস্তা অতি বৃষ্টির ঢলে ভেঙ্গে যায়, মেরামতের অভাবে যানবাহন চলাচল করতে পারে না। এগুলো মেরামত ও সংরক্ষন বৎসরব্যাপী চলমান কার্যক্রম।
গোরস্থান পরিস্কার করা
সাঁতার প্রশিক্ষন
বক্সিং প্রশিক্ষন
নূরু মাস্টার ট্রাষ্ট