শনিবার, ১৮ আগস্ট, ২০১৮

শিবনাথ স্কুল মার্কেট ব্যবসায়ী সমিতি

শিবনাথ স্কুল মার্কেট ব্যবসায়ী সমিতি একটি অরাজনৈতিক ব্যবসায়ী সংগঠন। ২০১৪ সালে এটি পুনঃগঠিত হয়ে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষন করে, মার্কেটের যাবতীয় কর্মকান্ড পরিচালনা করিয়া আসিতেছে। যেমনঃ মার্কেট পরিছন্ন রাখা, বাথরুম পরিছন্ন রাখা, নাইট গার্ড নিয়োগ করে রাত্রে মার্কেটের নিরাপত্তা নিশ্চিত করা, বাৎসরিক বনভোজন, ইফতার মাহ্ফিল, ভাড়াটিয়া, মালিকপক্ষ,স্কুলের সাথে সমন্বয় সাধন ইত্যাদি।
ভবিষ্যতে এই সমিতিকে আমরা একটি অর্থনৈতিক, পারিবারিক সংগঠনে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ্।

ছিলিমপূরের ইতিহাস (2)

 ছিলিমপূরের ইতিহাস (মোঃ নূরুল ইসলাম মাষ্টারের পান্ডুলিপি থেকে নেওয়া) (২য় অংশ) ছিলিমপুরের ছোট তরফের কাছারি বাড়ি ছোট হলেও এর নায়েব গোমস্তারা...