তোমার দাবির কাছে আমি পারাজিত
পরাজিত ১৮৮৬ সাল থেকে
আমেরিকার হে শহরে তোমার আমার যে দিন যুদ্ধ হয়
তুমি মরেও বেঁচে আছ আমি জীবমৃত
কি হারাম খোরের দল নাম পর্যনত্ম নেয় না
অথচ তুমি অমর অব্যয় অৰয়
যত যাবে দিন ততই উজ্জল হতে উজ্জল হবে তুমি
তুমি আছ তুমি থাকবে আদি অননত্মকাল
কেউ তোমাকে দমাতে পারবে না৷
তোমার পাওনা কড়ায় গন্ডায় মেটাতে হবে
কায়েম হবে শ্রমিক রাজ কৃষক রাজ
আমার হাতের উপর দুর্বা দলের নৃত্য যেদিন জলকেলি করবে
হাতুড়ি পেটাবে মেহনতি মানুষের পুরাতন ঋনে ৷
পরাজিত ১৮৮৬ সাল থেকে
আমেরিকার হে শহরে তোমার আমার যে দিন যুদ্ধ হয়
তুমি মরেও বেঁচে আছ আমি জীবমৃত
কি হারাম খোরের দল নাম পর্যনত্ম নেয় না
অথচ তুমি অমর অব্যয় অৰয়
যত যাবে দিন ততই উজ্জল হতে উজ্জল হবে তুমি
তুমি আছ তুমি থাকবে আদি অননত্মকাল
কেউ তোমাকে দমাতে পারবে না৷
তোমার পাওনা কড়ায় গন্ডায় মেটাতে হবে
কায়েম হবে শ্রমিক রাজ কৃষক রাজ
আমার হাতের উপর দুর্বা দলের নৃত্য যেদিন জলকেলি করবে
হাতুড়ি পেটাবে মেহনতি মানুষের পুরাতন ঋনে ৷