রবিবার, ৮ নভেম্বর, ২০১৫

ছড়া -১

ভোর বেলা
দুধ কলা
খেতে ভারী মজা
ভুরি ফোলে
হেলে দোলে
হাম বড় রাজা
ভাল খাও খুশি রও
নাহি কোন ভাবনা
হা! হা! হা!

লাটিম

 খোকার ছেলে বোকা নয় তাই কিনলো লাটিম, লত্তি পাকে ঘুরিয়ে দেখে ধরেছে তাতে শব্দ ঝিম। লাল সাদা একাকার ঘুরে যেন সাদা ডিম, শব্দ উঠে  রিম ঝিম রিম ঝি...