শিশু কালের দিন গুলি
একে একে যাচ্ছি ভুলি
মনে জাগে ঝাপসা ছায়া
নিকট দূরের আবছা কায়া
ছিল যারা অতি আপন
আজ তারা নিশার স্বপন
আর কি ফিরে পাব সে দিন
স্বপন ভরা ছিল যে দিন ৷
একে একে যাচ্ছি ভুলি
মনে জাগে ঝাপসা ছায়া
নিকট দূরের আবছা কায়া
ছিল যারা অতি আপন
আজ তারা নিশার স্বপন
আর কি ফিরে পাব সে দিন
স্বপন ভরা ছিল যে দিন ৷