মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫

শিশু কাল

শিশু কালের দিন গুলি
একে একে যাচ্ছি ভুলি
মনে জাগে ঝাপসা ছায়া
নিকট দূরের আবছা কায়া
ছিল যারা অতি আপন
আজ তারা নিশার স্বপন
আর কি ফিরে পাব সে দিন
স্বপন ভরা ছিল যে দিন ৷

লাটিম

 খোকার ছেলে বোকা নয় তাই কিনলো লাটিম, লত্তি পাকে ঘুরিয়ে দেখে ধরেছে তাতে শব্দ ঝিম। লাল সাদা একাকার ঘুরে যেন সাদা ডিম, শব্দ উঠে  রিম ঝিম রিম ঝি...