সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫

ভালবাসি

বাউলের গান
কোকিলের তান
রাখালের বাঁশি
আমি ভালবাসি
সবুজ আর শ্যামলে
মিশি গলে গলে
করে হাসাহাসি
আমি ভালবাসি।

আমার দেশের মাটি
শান্তি সুখের ঘাটি
আনন্দ রাশি রাশি
আমি ভালবাসি।

পাহাড় নদী সাগর
চোখ যেন ডাগর
চেয়ে ফুটে হাসি
আমি ভালবাসি।

চাঁদ সুরুজের খেলা
করে সারা বেলা
দুখ ব্যথানাশি
আমি ভালবাসি।

মাঠ ভরা ধান
দেখে ভরে প্রান
সুখের জলে ভাসি
আমি ভালবাসি।

দেশ আমার লক্ষী
গানের টিয়া পক্ষী
দিনের সুরুজ রাতের শশী
আমি ভালবাসি।

ছিলিমপূরের ইতিহাস (2)

 ছিলিমপূরের ইতিহাস (মোঃ নূরুল ইসলাম মাষ্টারের পান্ডুলিপি থেকে নেওয়া) (২য় অংশ) ছিলিমপুরের ছোট তরফের কাছারি বাড়ি ছোট হলেও এর নায়েব গোমস্তারা...