বাসি কথায় হাসি পায়
দাড়ি কাটতে রেজার
উচিত কথায় দোস্তজি বেজার।
চেয়ে দেখলাম
হেছা মেঘে থেতা ভিজল
পোলা মরল জ্বরে
কি কব আর তোরে।
মালিকের খবর নাই
চাকরের আসফালন
ওহো - গদির প্রলোভন।
আরে শালা মরবার চাস
যা চড় গাছে
দুঃখ আছে
বুঝবি পাছে।
চাড়ালের কথা বাসি হলে ফলে
অভি দর্পে তো লঙ্কা মরে কলে।
দু পয়সার বড়শি
যদি আটকে যায়
বাছাধন চোখে দেখবি না
করবি হায় হায়।
পাইক পেয়াদা সেপাই
ঘেরা থাকস পুড্ডুস
কখন যেন কামড় দেয় কুট্টুস।
দাড়ি কাটতে রেজার
উচিত কথায় দোস্তজি বেজার।
চেয়ে দেখলাম
হেছা মেঘে থেতা ভিজল
পোলা মরল জ্বরে
কি কব আর তোরে।
মালিকের খবর নাই
চাকরের আসফালন
ওহো - গদির প্রলোভন।
আরে শালা মরবার চাস
যা চড় গাছে
দুঃখ আছে
বুঝবি পাছে।
চাড়ালের কথা বাসি হলে ফলে
অভি দর্পে তো লঙ্কা মরে কলে।
দু পয়সার বড়শি
যদি আটকে যায়
বাছাধন চোখে দেখবি না
করবি হায় হায়।
পাইক পেয়াদা সেপাই
ঘেরা থাকস পুড্ডুস
কখন যেন কামড় দেয় কুট্টুস।