সোমবার, ২৪ আগস্ট, ২০১৫

গোরস্থানের বিছানা ভাল

আমার নাকি সারের অভাব হয়েছে
কোথায় কোথায় হয়েছে
তাও ব্যবস্থাপত্রে উল্লেখ আছে।
এক নম্বরে - মাথায়।
যাতে আর আজ কিছুই ধরে না
দুই নম্বরে - বুকে। যাতে
কলকব্জা কোনটা জং ধরে, কোনটা একদম শেষ
কোনটা কয়েক বছর চলবে তারপর পুরো সেট
বদলাতে হবে- নইলে গোরস্থানে
মাটি খুড়ে পুতে ফেলতে হবে।
অন্যের দেহে সংক্রামিত হতে পারে।
নতুন কৃষিবিদ আমার দেহ জমিন একদম
গুড ফর নাথিং বলে আখ্যা দিয়ে শেষ
পুরনো এক বুড়ো, গোছের বল্লে -
না হে ছোকড়া এক কালে ও জমিনে
আউস আমন দুই-ই ফলতো ভাল। এখন উষর
দেখতো কিছু, সার দিয়ে আবাদ চলে কিনা
তবে ওদের ব্যবস্থা পত্র বাতিল করেছি
গোরস্থানে যাবো। সময়ের ফের মাত্র।

ছিলিমপূরের ইতিহাস (2)

 ছিলিমপূরের ইতিহাস (মোঃ নূরুল ইসলাম মাষ্টারের পান্ডুলিপি থেকে নেওয়া) (২য় অংশ) ছিলিমপুরের ছোট তরফের কাছারি বাড়ি ছোট হলেও এর নায়েব গোমস্তারা...