ভোম বাবা ভোলানাথ
শ্রী পদে নমষ্কার
ধন্য তোমার চেলার দল
জিকির তুলেছে সংষ্কার
গদি পাওয়ার লোভে কেউ
সাজতে কাজতে ব্যস্ত
কারও হাতে তেলের বাটি
কেউ মর্দনে ন্যস্ত ।
শ্রী পদে নমষ্কার
ধন্য তোমার চেলার দল
জিকির তুলেছে সংষ্কার
গদি পাওয়ার লোভে কেউ
সাজতে কাজতে ব্যস্ত
কারও হাতে তেলের বাটি
কেউ মর্দনে ন্যস্ত ।