সোমবার, ৩১ আগস্ট, ২০১৫

গলি

শহরের ব্যস্ত গলি
একা একা পথ চলি
কত লোক দেখি আপন পর
কেউ সালাম দেয়
কেউ সালাম নেয়
এমন করে কাটিছে প্রহর
হঠাৎ রাস্তার মোড়ে
কত লোক ভিড় করে
দেখিছে ও নিছে উদ্বেগাকুল

লাটিম

 খোকার ছেলে বোকা নয় তাই কিনলো লাটিম, লত্তি পাকে ঘুরিয়ে দেখে ধরেছে তাতে শব্দ ঝিম। লাল সাদা একাকার ঘুরে যেন সাদা ডিম, শব্দ উঠে  রিম ঝিম রিম ঝি...