শহরের ব্যস্ত গলি
একা একা পথ চলি
কত লোক দেখি আপন পর
কেউ সালাম দেয়
কেউ সালাম নেয়
এমন করে কাটিছে প্রহর
হঠাৎ রাস্তার মোড়ে
কত লোক ভিড় করে
দেখিছে ও নিছে উদ্বেগাকুল
একা একা পথ চলি
কত লোক দেখি আপন পর
কেউ সালাম দেয়
কেউ সালাম নেয়
এমন করে কাটিছে প্রহর
হঠাৎ রাস্তার মোড়ে
কত লোক ভিড় করে
দেখিছে ও নিছে উদ্বেগাকুল