গেল একুশের পাদদেশে
কি এক বেদনার আবেশে
ভরে উঠে মন
বায়ান্নতে হারালাম ভাই
একাত্তরে মা বোন সবাই
একলা এখন
আমার মত অনেকে
মা বোন ভাইকে
হারিয়েছে বায়ান্ন উনসত্তর হতে একাত্তরে
কি এক বেদনার আবেশে
ভরে উঠে মন
বায়ান্নতে হারালাম ভাই
একাত্তরে মা বোন সবাই
একলা এখন
আমার মত অনেকে
মা বোন ভাইকে
হারিয়েছে বায়ান্ন উনসত্তর হতে একাত্তরে