রবিবার, ১৬ আগস্ট, ২০১৫

এই বাংলা

এই যে মাঠ এই যে ঘাট
সবুজ শ্যামলে ঘেরা
এই যে নদী বহে নিরবদি
বিশ্ব ভুবন সেরা
পাখ পাখালি গাছ গাছালি
বাংলা মায়ের কোল
দোয়েল কোয়েল ঘুঘু কবুতর
গাছে নানান বোল ৷
এ সবই আমার বাংলার শোভা
এ সবই সুন্দর মনলোভা
সবই মায়ের অঙ্গ অলংকার ৷
আমি ধন্য পূন্য আমার অহংকার ৷
এই যে আকাশ এই যে বাতাশ
তনু মন সকলি জুড়ায়
নদীর কল গান পাখির কলতান
দুঃখ বেদনা ভুলায়
প্রতি ভরা ভাদরে জলের চাদরে
ঢাকে বাংলার শরীর
প্রভাতের আলো লাগে বড় ভালো
ঘাসের ডগার শিশির
গায়ের কিষান সবলিত প্রান
ফলার সোনার ধান
মাঠের আল ধরি গাহে প্রানভরি
মধু মাখা গান ৷

ছিলিমপূরের ইতিহাস (2)

 ছিলিমপূরের ইতিহাস (মোঃ নূরুল ইসলাম মাষ্টারের পান্ডুলিপি থেকে নেওয়া) (২য় অংশ) ছিলিমপুরের ছোট তরফের কাছারি বাড়ি ছোট হলেও এর নায়েব গোমস্তারা...