শুক্রবার, ২৪ জুলাই, ২০১৫

ডরাই ও কিন্তু

ধাক্কা দিয়ে
ফেলে দিমু
জানিস আমি কেডা
কদম শেখের
ছোট শালা
বদর শেখের বেডা
ভাল চাস তো গদি ছাড়
নইলে কিন্তু
খবর আছে
নইলে কিন্তু মারম্নম বোমা
পাঠায়ে দিমু যমের কাছে৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

লাটিম

 খোকার ছেলে বোকা নয় তাই কিনলো লাটিম, লত্তি পাকে ঘুরিয়ে দেখে ধরেছে তাতে শব্দ ঝিম। লাল সাদা একাকার ঘুরে যেন সাদা ডিম, শব্দ উঠে  রিম ঝিম রিম ঝি...