শুক্রবার, ২৪ জুলাই, ২০১৫

বুলি

শোন বলি
কথা গুলি
             মনে রেখ সাবধানে
যারে তারে
বলো নারে
              যথা তথা সবখানে
আগে কাজ
পরে সাজ
             মাঝখানে নিও অবস্থান
নিজে বাঁচ
কম নাচ
           খোলা রেখ নিজ চোখ কান
পাও ফেলো
দেখে চলো
            ভেবে চিনত্মে হও অগ্রসর
তুমি ছাড়া
আছে যারা
            আর সবই কিন্তু পর
বাঁধা এলে
যাবে ঠেলে
            ????????????????????????

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

লাটিম

 খোকার ছেলে বোকা নয় তাই কিনলো লাটিম, লত্তি পাকে ঘুরিয়ে দেখে ধরেছে তাতে শব্দ ঝিম। লাল সাদা একাকার ঘুরে যেন সাদা ডিম, শব্দ উঠে  রিম ঝিম রিম ঝি...