শুক্রবার, ১৮ জুলাই, ২০১৪

আলু

খা না দুটো আলু
ঘরে চাল বাড়ন্ত
তোর বাবা তো ঘুমন্ত
অফিসে যায় আর আসে
চালের কথা বললে মুচকি মুচকি হাসে
ছেলে বলে আলু খাব না
ভাত দে মা৷
রেডিওতে বলছে আলু খাও আলু
আমি খাব না
খাকগে তোর বাবা আর খালু

লাটিম

 খোকার ছেলে বোকা নয় তাই কিনলো লাটিম, লত্তি পাকে ঘুরিয়ে দেখে ধরেছে তাতে শব্দ ঝিম। লাল সাদা একাকার ঘুরে যেন সাদা ডিম, শব্দ উঠে  রিম ঝিম রিম ঝি...