খা না দুটো আলু
ঘরে চাল বাড়ন্ত
তোর বাবা তো ঘুমন্ত
অফিসে যায় আর আসে
চালের কথা বললে মুচকি মুচকি হাসে
ছেলে বলে আলু খাব না
ভাত দে মা৷
রেডিওতে বলছে আলু খাও আলু
আমি খাব না
খাকগে তোর বাবা আর খালু
ছিলিমপূরের ইতিহাস (মোঃ নূরুল ইসলাম মাষ্টারের পান্ডুলিপি থেকে নেওয়া) (২য় অংশ) ছিলিমপুরের ছোট তরফের কাছারি বাড়ি ছোট হলেও এর নায়েব গোমস্তারা...