শহীদ যারা
সজীব তারা
গাহি তাহাদের গান
তারাই ধন্য
তারাই মান্য
তারাই মহিয়ান৷
তাদের গানে আত্ম দানে
পেলাম স্বাধীনতা
পরাধীনতা
দীনবারতা
জাতির অপমান
যারাই সহে
তারাই রহে
বীরু কল্পমান৷
ওরাও নহে
টিকেও রহে
নিয়ে পরিচয়
দীনের অধীন
চরম অধীন
অনন্তকাল রয়৷
তারা ধ্বংস
নিজ বংশ
রয়না বেঁচে আর
অপযশে
গড়ে খসে
নিংশেষ বারে বার৷
যারা শহীদ
উচু মজিদ
চির মান্য রয়
পাহাড় সমান
মৌন মহান
অব্যয় অক্ষয়৷
বিশ্ব মাঝে
নানা সাজে
ভাষা দিবস
পালছে
মাতৃভাষা
অতি খাসা
নয়তো সেটা
কালছে৷
ফেব্রয়ারী
খোলা দোয়ারি
জগত্ জুরে উদ্যাপন
স্মরণ করে
ভাষার তরে
দাবি কর উত্থাপন৷
মায়ের জবান
চির মহান
কভু সেটা
নিঃস্ব নয়৷
মনের কথা
প্রানের ব্যথা
অতি সহজে
ব্যক্ত হয়৷
ভাষার জন্য
তোমরা ধন্য
শহীদ তোমরা
প্রানের ভাই
তোমরা শিষ্ট
তোমরা শ্রেষ্ঠ
হাজার বার
ছালাম জানাই৷
সজীব তারা
গাহি তাহাদের গান
তারাই ধন্য
তারাই মান্য
তারাই মহিয়ান৷
তাদের গানে আত্ম দানে
পেলাম স্বাধীনতা
পরাধীনতা
দীনবারতা
জাতির অপমান
যারাই সহে
তারাই রহে
বীরু কল্পমান৷
ওরাও নহে
টিকেও রহে
নিয়ে পরিচয়
দীনের অধীন
চরম অধীন
অনন্তকাল রয়৷
তারা ধ্বংস
নিজ বংশ
রয়না বেঁচে আর
অপযশে
গড়ে খসে
নিংশেষ বারে বার৷
যারা শহীদ
উচু মজিদ
চির মান্য রয়
পাহাড় সমান
মৌন মহান
অব্যয় অক্ষয়৷
বিশ্ব মাঝে
নানা সাজে
ভাষা দিবস
পালছে
মাতৃভাষা
অতি খাসা
নয়তো সেটা
কালছে৷
ফেব্রয়ারী
খোলা দোয়ারি
জগত্ জুরে উদ্যাপন
স্মরণ করে
ভাষার তরে
দাবি কর উত্থাপন৷
মায়ের জবান
চির মহান
কভু সেটা
নিঃস্ব নয়৷
মনের কথা
প্রানের ব্যথা
অতি সহজে
ব্যক্ত হয়৷
ভাষার জন্য
তোমরা ধন্য
শহীদ তোমরা
প্রানের ভাই
তোমরা শিষ্ট
তোমরা শ্রেষ্ঠ
হাজার বার
ছালাম জানাই৷