বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৩

TANGAIL

ছোটকালে পড়েছি
একের পিঠে এক-এগারো
বা এক দশ এক -এগারো
আমার কথা তা নয়
আমার কথা ১১ ডিসেম্বর/৭১ টাংগাইল
পত্ পত্ করে উড়ল স্বাধীন পতাকা
টাঙ্গাইল স্বাধীন মুক্ত টাংগাইল
ওহ্ কি আনন্দ
আমরা স্বাধীন মুক্ত জীবন আমাদের প্রতিটি টাঙ্গাইল বাসীর মুখে কী হাসি
নির্মল নিষ্কলুষ- ও মন হাসি জীবনে আর হাসিনি
সত্যই নতোন দিনের নতোন পাওয়া টাঙ্গাইলের স্বাধীনতা৷
কিন্তু আজ কোথায় গেল সে হাসি আনন্দ
কে কেড়ে নিল তাদের মুখের হাসি
গলা ফাটা বক্তৃতা
মুখে কালো কাপড়
পিঠ মোড়া করে বাঁধা হাত
যেন জল্লাদ বদ্ধ ভূমিতে নিয়ে চলেছে
আমরা কী আরেকটা ১১ ডিসেম্বর বানাতে পারি না
ছিড়তে পারি না না বৈধব্য৷

ছিলিমপূরের ইতিহাস (2)

 ছিলিমপূরের ইতিহাস (মোঃ নূরুল ইসলাম মাষ্টারের পান্ডুলিপি থেকে নেওয়া) (২য় অংশ) ছিলিমপুরের ছোট তরফের কাছারি বাড়ি ছোট হলেও এর নায়েব গোমস্তারা...