শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৩

কবিতার বাচ্চা

আমার মন পাখিটা খাঁচা ছেড়েছে
সে লিখতে পারত চমত্‍কার কবিতা
গদ্যের লোক লস্কর পড়েছে অনেকবার
দানা পানি তো নিলাম্বরে দেখা যায় না
কবিতার পল্লীতে দুর্ভিক্ষ দেখা দিয়েছে
লংগর খানার খিচুরি তাই ভাল লাগে
কিন্তু তা কতদিন৷ বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে
মারা যাবে৷ একটা কবিতার বাচ্চা জন্ম নিয়েছিল
কোয়ারা কাছিমের পেটে মোল্লাদের হাওড়ে
সুখলাল চামুন্ডে দো পিয়াজা করে খেয়েছে
সুখলাল ভাই হয়েও দাওয়াত পায়নি

ছিলিমপূরের ইতিহাস (2)

 ছিলিমপূরের ইতিহাস (মোঃ নূরুল ইসলাম মাষ্টারের পান্ডুলিপি থেকে নেওয়া) (২য় অংশ) ছিলিমপুরের ছোট তরফের কাছারি বাড়ি ছোট হলেও এর নায়েব গোমস্তারা...