চরের বালু
০৫/০১/০২
চরের বালু চিকচিক
পাকা রূপা যেন ঠিক
মাঝে মধ্যে সূয্যি কিরন
ঝিলিক মারে কাড়ে মন
ধু ধু করে বালু রাশি
সফেদ সাদা রূপ হাসি
ঝড় এলে উড়ে বেড়ায়
ধূলায় আকাশ আঁধার দেখায়
শান্ত হলে সাদা চাদর
পা ফেললে করে আদর
মনে হয় শুয়ে ঘুমাই
শহরে নাই এমন বিভঁূই৷
০৫/০১/০২
চরের বালু চিকচিক
পাকা রূপা যেন ঠিক
মাঝে মধ্যে সূয্যি কিরন
ঝিলিক মারে কাড়ে মন
ধু ধু করে বালু রাশি
সফেদ সাদা রূপ হাসি
ঝড় এলে উড়ে বেড়ায়
ধূলায় আকাশ আঁধার দেখায়
শান্ত হলে সাদা চাদর
পা ফেললে করে আদর
মনে হয় শুয়ে ঘুমাই
শহরে নাই এমন বিভঁূই৷